কাশিডাঙ্গা উচ্চ বিদ্যালয়

স্থাপিতঃ ১৯৯৪ খ্রিঃ

img
  স্কুল পরিচিতি
অত্র কাশিডাঙ্গা উচ্চ বিদ্যালয়টি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন ৩ নং ধামইর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে অবস্হিত। এটির উত্তরে কাহারোল বাজার, দক্ষিণে ধুকুরঝাড়ী বাজার অবস্হিত। জেলা শহর ও উপজেলা শহর হইতে ধুকিরঝাড়ী বাজার এসে ৩ কিঃমি উত্তরে ধুকুরঝাড়ী-কাহারোল পাকা রাস্তার পাশে অবস্হিত। কাশিডাঙ্গা গ্রামের নাম অনুসারে এটির নামকরন "কাশিডাঙ্গা উচ্চ বিদ্যালয়" হইয়াছে। জেলা ও উপজেলা শহর হইতে পাকা রাস্তার মাধ্যমে সুন্দর যোগাযোগ ব্যবস্হা রহিয়াছে। বিদ্যালয়টির মাঠ সংলগ্ন একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, একটি ইবতেদায়ী মাদ্রাসা রহিয়াছে। এটির সংলগ্ন কাশিডাঙ্গা হাট রহিয়াছে যাহা মোঘল আমলে প্রতিষ্ঠিত। কাশিডাঙ্গা একটি প্রসিদ্ধ ও জনবহুল গ্রাম। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আব্দুর রহিম। তিনি ও গ্রামের উদার ব্যত্তিদের সমন্বয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হইয়াছে। এটি নির্মানে সকল শ্রেণীর পেশাজীবি বিভিন্নভাবে সহায়তা করেছেন। এটি বর্তমান সম্পূর্ণ এম, পি, ও ভূক্ত। অত্র বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী ১৫ জন, শিক্ষার্থী ৩২৬ জন। বিদ্যালয়টিতে এস.এস.সি পরীক্ষায় পাশের হার দিনাজপুর শিক্ষা বোর্ডের পাশের হারের সহিত সমন্বয় করিয়া আসিতেছে। বিদ্যালয়টির অবকাঠামে অত্যন্ত নাজুক পরিস্হিতি। ইহাতে সরকারের সুদৃষ্টি প্রয়োজন।